ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

আকস্মিক বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার তাগিদ    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
আকস্মিক বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার তাগিদ
 
 

হবিগঞ্জ: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসের শেষের দিকে হবিগঞ্জ জেলায় ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। এজন্য জেলার কৃষকদের দ্রুত ফসল কেটে ঘরে তোলার তাগিদ দিচ্ছে জেলা প্রশাসন।


 
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত আজমিরীগঞ্জ উপজেলায় ফসলের মাঠ পরিদর্শনে যান। তখন তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেন।
 
জেলা প্রশাসক বাংলানিউজকে বলেন, আগামী তিনদিনের মধ্যেই হবিগঞ্জে বড় ধরনের বৃষ্টিপাতের আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আকস্মিক বন্যারও শঙ্কা রয়েছে। এজন্য জেলার নয়টি উপজেলার কৃষকদেরই ৮০ শতাংশ পাকা ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী তিনদিনের মধ্যেই কাটার যোগ্য ধানগুলো কেটে ফেলার তাগিদও দেওয়া হচ্ছে।
 
হবিগঞ্জ কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খান বাংলানিউজকে বলেন, জেলায় এক লাখ ২২ হাজার ১৩০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ১৪ হাজার মেট্রিক টন। গত ৮ এপ্রিল থেকে এখানে ধান কাটা শুরু হলেও কি পরিমাণ কাটা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে বন্যার আভাস থাকায় দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।