ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী 

সুনামগঞ্জ: শস্যভাণ্ডার খ্যাত সুনামগঞ্জের হাওর অঞ্চলে উৎপাদিত বোরো ধান সরকারিভাবে সংগ্রহ-২০২১ উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ খাদ্য গুদাম প্রাঙ্গণে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভিডিও কনফারেন্সে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ধান কেনা কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।

 

উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, কৃষিবান্ধব সরকার। তিনি সব সময় হাওরাঞ্চলের কৃষকদের কথা ভাবেন, তারা কীভাবে ভালো থাকবেন, সেই চিন্তা করেন। কৃষকদের কথা চিন্তা করে এ বছর বাড়তি দাম দিয়ে হাওরের কৃষকদের কাছ থেকে ধান কিনছে সরকার, যাতে কোনো সিন্ডিকেটের দ্বারা কোনো কৃষক প্রতারিত বা হয়রানির শিকার না হন। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের খাদ্যের যোগান কিন্তু কৃষকরাই দেন।  

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকিব সাদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ টিপু, মল্লিকপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রেজাসহ সংশ্লিষ্ট অনেকে।  

সুনামগঞ্জ থেকে এ বছর সরকার ২৫ হাজার ৮৭০ মেট্রিকটন ধান কিনবে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।