মৌলভীবাজার: তৃণমূল পর্যায়ে আমিষের যোগান বাড়ানোর লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পুকুর ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল মৎস্য অফিসের উদ্যেগে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাটেজের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১৪টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ৪৬৩ কেজি দেশি প্রজাতির পোনা অবমুক্ত করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।
পোনা অবমুক্ত কার্যক্রম মনিটরিঙের জন্য উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির এবং স্থানীয় মৎস্যজীবীরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির বাংলানিউজকে বলেন, শ্রীমঙ্গল মৎস্য অফিসের উদ্যোগে প্রাতিষ্ঠানিক জলাধার এবং উন্মুক্ত জলাশয়গুলোতে অবমুক্তকৃত পোনা মাছের প্রজাতি হলো রুই, কাতলা, মৃগেল এবং কালী বাউশ।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
বিবিবি/এএটি