ঢাকা: ঘুর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতির প্রভাব থেকে আমন ফসল রক্ষার জন্য জরুরি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
প্রতিষ্ঠানটি রোববার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আমন ধান শতকরা ৮০ ভাগ পরিপক্ক হলে অতিসত্ত্বর কেটে ফেলার পরামর্শ দেওয়া হলো।
এতে বলা হয়, সেচ নালা পরিষ্কার রাখতে হবে, যাতে ধানের জমিতে অতিরিক্ত পানি জমে না থাকে। ক্ষেতের চারপাশে উচু বাঁধ দিতে হবে যাতে পানির স্রোত দণ্ডায়মান ফসলের ক্ষতি করতে না পারে।
এছাড়াও বলা হয়, সেচ, সার ও কীটনাশক প্রয়োগ আপাতত বন্ধ রাখতে হবে। বৃষ্টির পানি সরে যাওয়ার পর ধানের পেনিকেলগুলো বান্ডিল করে বেঁধে সোজা করে রাখুন।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমআইএইচ/এমএমজেড