ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ঘূর্ণিঝড় সিত্রাং: আমন ধান ৮০ ভাগ পরিপক্ক হলে কেটে ফেলার পরামর্শ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং: আমন ধান ৮০ ভাগ পরিপক্ক হলে কেটে ফেলার পরামর্শ ফাইল ছবি

ঢাকা: ঘুর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতির প্রভাব থেকে আমন ফসল রক্ষার জন্য জরুরি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটি রোববার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আমন ধান শতকরা ৮০ ভাগ পরিপক্ক হলে অতিসত্ত্বর কেটে ফেলার পরামর্শ দেওয়া হলো।

কাটা ফসল বৃষ্টি শুরুর আগে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন।

এতে বলা হয়, সেচ নালা পরিষ্কার রাখতে হবে, যাতে ধানের জমিতে অতিরিক্ত পানি জমে না থাকে। ক্ষেতের চারপাশে উচু বাঁধ দিতে হবে যাতে পানির স্রোত দণ্ডায়মান ফসলের ক্ষতি করতে না পারে।

এছাড়াও বলা হয়, সেচ, সার ও কীটনাশক প্রয়োগ আপাতত বন্ধ রাখতে হবে। বৃষ্টির পানি সরে যাওয়ার পর ধানের পেনিকেলগুলো বান্ডিল করে বেঁধে সোজা করে রাখুন।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।