ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জীবনানন্দ কবিতামেলা ১৩ ও ১৪ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
জীবনানন্দ কবিতামেলা ১৩ ও ১৪ অক্টোবর

রাজশাহী: রাজশাহীতে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুই দিনব্যাপী একাদশ জীবনানন্দ কবিতামেলা-২০২৩ অনুষ্ঠিত হবে। রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় গভীরতর প্রভাব বিস্তারকারী কবি জীবনানন্দ দাশের নামে এই মেলার আয়োজন করেছে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ।

সোমবার (২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।

তিনি জানান, এবারের মেলায় বাংলাদেশ ও ভারতের দুই শতাধিক কবি, লেখক ও গবেষকরা অংশগ্রহণ করবেন।

জীবনানন্দ কবিতামেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

দুই দিনব্যাপী মেলায় থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আলোচনা অনুষ্ঠান, কবিকুঞ্জ পদক প্রদান, মুক্তআড্ডা ও লেখক আনন্দভ্রমণ।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।