ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিল্প-সাহিত্য

রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে ছাড়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, অক্টোবর ২৩, ২০২৫
রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে ছাড় রকমারি

দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম রকমারি ডটকম নিয়ে এসেছে আলোচিত অফার ‘রকমারি টেন টেন’। অফারটি ইতোমধ্যেই অনলাইন ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গত ১২ বছর ধরে কোটি গ্রাহকের আস্থার প্রতীক হিসেবে রকমারি বই বিক্রির প্ল্যাটফর্ম থেকে এখন পরিণত হয়েছে দেশের অন্যতম অনলাইন সুপার স্টোরে। এখানে দেশের ও আন্তর্জাতিক জনপ্রিয় ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, লাইফস্টাইল, কসমেটিকস, স্টেশনারি, অফিস সামগ্রী, গিফট আইটেম ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যসহ ৫ লক্ষাধিক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে।

‘রকমারি টেন টেন’ অফারে ৯৯৯ টাকার অর্ডারে বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ক্যাশব্যাক এবং Zays থেকে ৩০০ টাকার গিফট ভাউচার দিচ্ছে প্রতিষ্ঠানটি। রকমারি জানায়, সীমিত সময়ের এই অফার ক্রেতাদের কেনাকাটায় এনেছে সাশ্রয় ও আনন্দের সুন্দর সমন্বয়।

রকমারি ডট কমের কো-ফাউন্ডার ও ডিরেক্টর এহতেশামুল শামস রাকিব বলেন, আমরা চাই রকমারিতে প্রতিটি কেনাকাটা হোক এক আনন্দময় অভিজ্ঞতা। ‘রকমারি টেন টেন’ সেই ভাবনারই সম্প্রসারণ-যেখানে সাশ্রয়, উপহার ও সন্তুষ্টি মিলেছে একসাথে।

অফারটি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত, শুধুমাত্র রকমারি ডট কমে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।