ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইমেলায় শান্তনু চৌধুরীর প্রেমের উপন্যাস ‘ফিরে এসো’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বইমেলায় শান্তনু চৌধুরীর প্রেমের উপন্যাস ‘ফিরে এসো’

মেলায় এসেছে লেখক ও সাংবাদিক শান্তনু চৌধুরীর উপন্যাস ‘ফিরে এসো’। প্রকাশ করেছে উৎস প্রকাশন।

প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। দাম ১৫০ টাকা।

ফিরে এসো অতি সাধারণ এক যুবক ও যুবতীর আদিম প্রেমের উপন্যাস। বইটির নায়ক অয়ন। নায়িকা ইরা। তাহলে শীলা-শমিতা-মানসী-উপমা এরা কারা?  শুরু থেকে শেষ পর্যন্ত নানা বর্ণনা আর বিশেষণে লেখক এঁকেছেন এক একটি দৃশ্য। আছে জীবনের নানা রহস্যের খোঁজ, প্রেম আর কাম।

বইটির ভূমিকায় প্রখ্যাত রম্য লেখক ও কাটুর্নিস্ট আহসান হাবীব বলেছেন, ‘সাংবাদিক হিসেবে শান্তনু গণমানুষের কাছাকাছি থাকেন বলেই তাদের জীবন থেকে সরাসরি নিয়ে অনেক কিছু লিখে ফেলতে পারেন। ’

১৯৯৯ সালে শান্তনু চৌধুরীর সাংবাদিকতা পেশার শুরু সাথে সাথে গল্প, কবিতাও সমান তালে লিখে যাচ্ছেন। ফিরে এসো ছাড়াও তার আরো তিনটি বই বের হয়েছে। ‘বিখ্যাতদের মজার সাক্ষাতকার’, ‘তারার অন্তরালে’, ‘প্রথম চিঠি (গল্পগ্রন্থ)।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে উৎস প্রকাশন এর ১১৬-১১৭-১১৮ নম্বর স্টলে বইটি পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।