ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

একগুচ্ছ কবিতা | আবু তাহের সরফরাজ

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
একগুচ্ছ কবিতা | আবু তাহের সরফরাজ

*
আকাশ যদি মাথার ওপর
পায়ের নিচে মাটি
আমায় ঘিরে মধ্যাকর্ষ
নির্ভয়ে তাই হাঁটি।

*
গোলাপের কাশিদা মনে হলো
যেন একটি নক্ষত্র
আকারে-প্রকারে উজ্জ্বল

এই সৌন্দর্য কী নারী গাছ পাখি?
অন্ধকার, ছিপছিপে একটা নদী?

অথবা আমার হৃদয়।



*
নাম লিখেছি ঝরাপাতায়
এই দৃশ্য নিয়ে মাথায়
            এলাম ঘরে
শূন্য ভিটে উঁইয়ের ঢিবি
বলল ডেকে, আমায় নিবি?

আমি তো নীরব।

*
পাখির নীড়ের মতো চোখ তুলে
বলেছিল নীলিমা বিশ্বাস,
একটি পাখির মৃত্যু হলে
আমিই বহন করি তার ভাষা
এবং নিশ্বাস

তারপর থেকে আমি
নিশ্বাস নিতেই ভুলে গেছি
গভীর এবং গোপন নীরবতার মধ্যে।

*
দরজা থেকে সরে এলে
ছায়াও সরে এলো

আমি আর ছায়া একই
দরজা কেবল আলাদা।

*
কোথাও শূন্যতা তৈরি হয়ে আছে আমার জন্যে
আমি গেলে তারপর পূর্ণ হবে তা

যেতে পারছি না তবু কোথাও
ধু ধু শূন্যতা
গোলকধাঁধা
রঙের এক চক্র কেবলই
অসীমের পথে দেরি করিয়ে দেয়।



বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।