বান্ধবীরা
তোমাদেরই হাতে ছিল সব
ছিল ফাগুন, ফুলের শৈশব
তোমাদের বুকে ছিল অমৃতের ঘ্রাণ
খোঁপায় রাঙ্গা ফুল ওষ্ঠে ঘাতক গান
তোমরাই জ্বেলেছিলে আগুন নীলাভ
আমরা লাফিয়ে পড়া পোকা
আমরা চিরটাকাল অমন
এমন আকাট মূর্খ বোকা
গোপন আকাশে আমার বারোয়ারী চাঁদ
পূর্ণিমা ভেবেছি যা মূলে তা রুপোলী ফাঁদ
হাতছানি দিয়ে ডাকো রাতের আকাশ
ঈমানে বলি তুমি হৃদয়ের বাঁ পাশ
এমন সমবেত নৈঃসঙ্গ
কেউ কি দেখেছে কখনো?
সমর্পণ
ফাল্গুনী কৃষ্ণচূড়ার আগুন দু’চোখে জ্বালব
বহুজাতিক আগুন তাই দু’হাতে নিলাম
রক্তে কর্কট বিষ ঢেলে দিই জ্যামিতিক হারে
দু’চোখে দুটো রক্ত গোলাপ নিয়ে
প্রেয়সীর সমুখে দাঁড়ালেই
স্পর্শ পাব জানি।
সাধনায় মৃত্যুরে ডাকি
শিয়রে হাজির হলে
কস্তুরি ঘ্রাণ পাব আশা রাখি
তখন হৃদয় ভরে নেব নিঃশ্বাস
হোক না সে অন্তিম
দৃঢ়কল্প আজ—দু’চোখে আগুন জ্বালবই
বহুজাতিক আগুন তাই দু’হাতে নিলাম।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৫।