ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবিতা

বরফ পানি খেলা | তাসনুভা অরিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
বরফ পানি খেলা | তাসনুভা অরিন

বরফ পানি খেলা
ছুয়ে দিলেই বরফ 
বাকিরা পানি, জীবন্ত 
ছুটবে, ছুটাবে 
বরফ এখানে দুর্ভাগ্য, মৃত্যু
এরকম খেলতে খেলতে আমরা সকলেই একবার বরফ আর একবার পানি হচ্ছিলাম।  
মৃত্যুকে আসতে দেখছি পেছন পেছন 
আমরা দউরাচ্ছি, আর হাসছি 
যেন কেউ কোনো চরিত্র না 
গারদ ভাঙা একদল উড়ন্ত পাগল 
পেছনে তাড়া করছে দগদগে যৌবন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।