ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

লিওনার্দ কোহেনের সেরা ১০ গান (ভিডিওসহ)-পর্ব ২

সঙ্গীত ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
লিওনার্দ কোহেনের সেরা ১০ গান (ভিডিওসহ)-পর্ব ২

তার মহাপ্রয়াণে বিশ্বখ্যাত এক পত্রিকা লিখেছে, তার গানের মতো কারও গান এতো গভীরভাবে শোনা ও অনুভূত হয়নি।

সদ্যই পাড়ি জমিয়েছেন অন্যভুবনের পথে। তার মহাপ্রয়াণে বিশ্বখ্যাত এক পত্রিকা লিখেছে, তার গানের মতো কারও গান এতো গভীরভাবে শোনা ও অনুভূত হয়নি।

একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে! তিনি সবার প্রিয় লিওনার্দ কোহেন।

দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীত জীবনে প্রকাশিত হয়েছে মোট ১৩টি অ্যালবাম। ২০০৮-১৩ সালে বিশ্ব সফরের সাফল্যের পর কোহেন সমগ্র কর্মজীবনের ওপর অ্যালবাম ‘ওল্ড আইডিয়াস’ মুক্তি দেন। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ৮০তম জন্মদিনের একদিন পর মুক্তি পায় তার শেষ তথা ১৩তম অ্যালবাম ‘পপুলার পুবলেম্স’।

কার্যত তার অধিকাংশ গান জনপ্রিয়তার সবগুলো মাপকাঠিই ছুঁয়েছে। কাজেই আলাদা করে সেরা ১০ গান বাছাই করা অসম্ভব। এরপরও বিভিন্ন মাপকাঠির নিরিখে বিশ্বখ্যাত ওই দৈনিক তার স্মরণে সেরা ১০ গানের তালিকা করেছে। বাংলানিউজের পাঠকদের জন্যও ভিডিওসহ তা তুলে ধরা হলো।  

দ্বিতীয় পর্বে থাকছে ছয় থেকে দশ নম্বর গান।   

৬. হালেলুজাহ

৭. আই অ্যাম ইওর ম্যান

৮. টাওয়ার অব সং

৯. দ্য ফিউচার

১০. অলমোস্ট লাইক দ্য ব্লু জ

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসএনএস 

** লিওনার্দ কোহেনের সেরা ১০ গান (ভিডিওসহ)-পর্ব ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।