শুক্রবার (২০ জুলাই) সকাল ১০টায় নাট্য শিল্পীরা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে ভারতে প্রবেশ করে।
নাটক চারটি হচ্ছে, গহন যাত্রা, কালরাত্রি, জনমাংক ও গুণজন বিবির পালা।
আগামী শনিবার (২১ জুলাই) ও রোববার (২২ জুলাই) দু'দিন নৈহাটি ঐক্যতার নাট্য মঞ্চে এসব নাটক অনুষ্ঠিত হবে।
ভারত যাওয়ার আগ মুহূর্তে বেনাপোল চেকপোস্টে নাট্য দলের অধিনায়ক মমিনুল হক দিপু বাংলানিউজকে জানান, চারটি জনপ্রিয় এ নাটক উপস্থাপনের মধ্য দিয়ে তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভারতবাসীর মধ্যে তুলে ধরার সুযোগ পাবেন। এতে একদিকে যেমন দেশের ভাবমূর্তি উজ্বল হবে তেমনি বিশ্বের কাছেও দেশের গৌরবময় ইতিহাস স্থান পাবে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এজেডএইচ/এএটি