ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শেষ হলো বাউলসঙ্গীত উৎসব

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
শেষ হলো বাউলসঙ্গীত উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাউলশিল্পীদের সম্মাননা দেওয়া ও বাউল গানের মধ্যদিয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হলো তিনদিনের বাংলাদেশ-ভারত বাউলসঙ্গীত উৎসব।

শনিবার (২৮ জুলাই) একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের সমাপনীতে সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন সমাপনী আসরের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন- টুনটুন শাহ, ফকির হারুনুর রশিদ শাহ, ফকির আলমগীর, সঞ্জয় কির্তনীয়া (ভারত), হৃদয় সরকার (ভারত), সরদার হীরক রাজা, রতন কর্মকার (ভারত), শরীফ সাধু, দীপঙ্কর দে, সমীর বাউল ও বন্যা শ্রী দাস (ভারত)।

 

সম্মাননা শেষে রাত প্রায় ১০টা পর্যন্ত মনোমুগ্ধকর পরিবেশনায় সঙ্গীতানুরাগীদের মাতিয়ে রাখে শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।