ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভয়ঙ্কর এক দুর্নীতিবাজ চাকরিচ্যুত আমিনুল ইসলাম। কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে বিমান তাকে চাকরিচ্যুত করে।
বিমান-এর গ্রাউন্ড সাপোর্ট ইক্যুপমেন্ট চীন থেকে আমদানি করে ইউরোপের কয়েকটি দেশের সিল-ছাপ্পড় মেরে সরবরাহ করেন এই আমিনুল ইসলাম। বিমান-এর পারচেজ বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।
বিমান-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর অভিযোগ প্রমাণিত হলে বিমান পরিচালনা বোর্ডের সর্বসম্মতি সিদ্ধান্তে আমিনুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বোর্ডে কিছু পরিবর্তনের পর আমিনুল ইসলাম এখন আবার চাকরি ফিরে পেতে তৎপরতা শুরু করেছেন। বিমান বোর্ডের একজন সদস্য সিনিয়র সচিব তার আত্মীয় এই ভুয়া পরিচয় সহায়ক হিসেবে কাজ করছে। চাকরিচ্যুতির সময়ও এই সিনিয়র সচিব বিমান বোর্ডে ছিলেন।
নানাভাবে প্রভাব বিস্তার এবং অর্থ ব্যয় করে সব কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টায় কিছুটা এগুলেও দুদক তাকে কোনো ছাড় দিচ্ছে না।
বিমান-এর ম্যানেজিং ডিরেক্টর পরিবর্তনও আমিনুল ইসলামের ভাগ্য কিছুটা ‘সুপ্রসন্ন’ করেছে বলেও অভিযোগ।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেডএস