ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

পদ্মা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
পদ্মা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

ঢাকা: নতুন কোর ব্যাংকিংয়ের সফটওয়্যার স্থাপনের জন্য বুধবার (২১ ডিসেম্বর) ও রোববার (২৫ ডিসেম্বর) পাঁচ দিন পদ্মা ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এতে সম্মতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২০ ডিসেম্বর) এ সম্পর্কিত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ করার জন্য পদ্মা ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ২১ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময়ে সাময়িকভাবে ব্যাংকিং কার্যক্রম বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংকের আবেদনে সম্মতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
জেডএ/এসআইএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।