ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ব্যাংক খাতে সুশাসন ফেরাতে কঠোর বার্তা দেওয়া হয়েছে: বাংলাদেশ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
ব্যাংক খাতে সুশাসন ফেরাতে কঠোর বার্তা দেওয়া হয়েছে: বাংলাদেশ ব্যাংক

ঢাকা: ব্যাংক খাতে সুশাসন ফেরাতে কঠোর বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। তিনি বিভিন্ন ব্যাংকের পর্ষদে থাকা পর্যবেক্ষকদের উদ্দেশে বলেছেন, ব্যাংকের আর্থিক অবস্থা অবশ্যই উন্নতি করতে হবে।

যেটা নিশ্চিত করতে হবে ব্যাংকের ম্যানেজমেন্ট এবং পর্ষদের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো শৈথিল্য দেখানো হবে না।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।
 
নতুন বছরের মুদ্রাস্ফীতি ঘোষণার আগে অর্থনীতিবিদ, চেম্বার অব কমার্স, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ২১ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন, মূল্যস্ফীতির চাপ, ডলারে বাজারে অস্থিতিশীলতা এবং লাগামহীন খেলাপি ঋণ অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সবার আগে মূল্যস্ফীতি কমানো প্রথম কাজ।  মূল্যস্ফীতি কমাতে পারলে এমনিতেই ডলার বাজার স্থিতিশীল হয়ে যাবে।  

জবাবে বাংলাদেশে ব্যাংকের পক্ষ থেকে তাকে জানানো হয়, সরকার এখন জমি অধিগ্রহণসহ বিভিন্ন খাতে খরচ কমিয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক থেকে এখন আর টাকা নেওয়ার প্রয়োজন হচ্ছে না। সরকার বাংলাদেশ ব্যাংক থেকেও এখন ঋণ নিচ্ছে না। তবে প্রয়োজন হলে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারবে সরকার।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
জেডএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।