ঢাকা: গ্রামীণফোন প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের ম্যাচে রোববার গোপালগঞ্জে স্বাগতিক মুক্তিযোদ্ধাকে রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ১-১ গোলের ড্র’য়ে পয়েন্ট ভাগাভাগি করে উভয়পক্ষ।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের ব্রাজিলিয়ান স্ট্রাইকার টাইসন সিলভার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিশ্রামে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিট পর্যন্ত লিড ধরে রাখলেও শেষ পর্যন্ত জয় পেতে ব্যর্থ হয় কোচ শফিকুল ইসলাম মানিকের দল। তবে ৮০ মিনিটে কমল ইসলামের গোলে সমতা ফেরায় উজ্জ্বীবিত ব্রাদার্স।
প্রথম লেগে টানা ৬ ম্যাচ হেরে অবনমনের শংকায় থাকা ব্রাদার্স ইউনিয়ন দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়েছে।
মোহামেডানকে ১-৪ গোলে হারিয়ে দ্বিতীয় লেগ শুরু করে ব্রাদার্স। মুক্তিযোদ্ধার কাছে প্রথম লেগে হারলেও রোববারের ম্যাচে এক পয়েন্ট তুলে নেয় গোপীবাগের দলটি।
পয়েন্ট ভাগাভাগির ম্যাচে রেফারি তৈয়ব হাসানের সঙ্গে বাজে আচরণ করে লালকার্ড দেখেন মুক্তিযোদ্ধার স্ট্রাইকার ইউসুফ।
১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থস্থানে রয়েছে মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান সপ্তম।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৩
এএইচবি/