ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ব্যাংকিং

সিটি ব্যাংক অর্জন করলো পিসিআইডিএসএস সনদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মে ১৭, ২০১৬
সিটি ব্যাংক অর্জন করলো পিসিআইডিএসএস সনদ

ঢাকা: গ্রাহকদের ব্যাংক কার্ডের নিরাপত্তায় বিশ্বস্বীকৃত ‘প্লাস্টিক কার্ড ইন্ডাষ্ট্রিজ ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড’ (পিসিআইডিএসএস) সনদ অর্জন করলো বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক।

ব্যাংক কার্ডের নিরাপত্তা ঝুঁকি দূরীকরণে বিশ্বস্বীকৃত এ সনদ প্রদান করে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কন্ট্রোল কেস।



এই সনদ অর্জনের মাধ্যমে সিটি ব্যাংকের গ্রাহকদের কার্ডের তথ্যের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি প্রতিফলিত হলো। কার্ড জালিয়াতির ঝুঁকি হ্রাসে এই সার্টিফিকেশন বিশ্বব্যাপী স্বীকৃত।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মাশরুর আরেফিন এর হাতে সনদ তুলে দেন কন্ট্রোল কেস এর সিওও সুরেশ দাদলানি।

এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চিফ ইনফর্মেশন অফিসার কাজি আজিজুর রহমান সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ১৭, ২০১৬
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।