ঢাকা: সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন ও ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ব্যাংকের ৫৩টি শাখার নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘আইএসএস রিপোর্টিং টু বাংলাদেশ ব্যাংক’ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুন) ব্যাংকের জনসংযোগ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
এছাড়া কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান হোসেন আখতার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মেজর (অব.) কে এম এনায়েতুল হক, পিএসসি এবং এভিপি ও সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ফারজানা হক।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
ওএইচ/