ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সম্মানে ইসলামী ব্যাংকের ইফতার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সম্মানে ইসলামী ব্যাংকের ইফতার

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ফরেন এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও  প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান আব্দুস সাদেক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএই এক্সচেঞ্জ সেন্টার-এর কান্ট্রি ম্যানেজার আব্দুল খালেক, এক্সপ্রেস মানি’র কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার, ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসি’র কান্ট্রি হেড মোহাম্মদ খায়রুজ্জামান, প্লাসিড এক্সপ্রেস-এর রিলেশনশিপ ম্যানেজার ফারুক হেলালী, আইএমই ও রিয়া ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর কান্ট্রি ম্যানেজার একেএম নাজমুল হোসেন মাসুম ও ইনস্ট্যান্ট ক্যাশ এফজেডই, ইউএই’র কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ।

অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারি বিভাগের প্রধান মো. ওমর ফারুক খানসহ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।