ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের বুথ উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের বুথ উদ্বোধন

ঢাকা: হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর উত্তরার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ফিতা কেটে বুথের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর তিনি এক্সিম ব্যাংকের মাধ্যমে হজ পূর্ব কার্যাবলী সম্পন্ন করা হজ যাত্রীদের মধ্যে ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সার্বক্ষণিক সেবা প্রদানে প্রস্তুত এ বুথ থেকে হজ যাত্রীরা হজ সংক্রান্ত বিভিন্ন তথ্যসহ হজ নির্দেশিকা ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।