ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ঈদে ইসলামী ব্যাংকের বিশেষ রেমিট্যান্স অফার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
ঈদে ইসলামী ব্যাংকের বিশেষ রেমিট্যান্স অফার

ঢাকা: আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে বিশেষ রেমিট্যান্স অফার চালু করেছে ইসলামী ব্যাংক। এক্সপ্রেস মানি’র সঙ্গে যৌথভাবে এ অফার চালু করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংয়ের প্রধান আবদুস সাদেক ভূঁইয়া এবং এক্সপ্রেস মানির কান্ট্রি রিলেশনশিপ ম্যানেজার যাকারিয়া মাহমুদ অফারের উদ্বোধন করেন।

এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অফারের আওতায় আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত এক্সপ্রেস মানির মাধ্যমে পাঠানো টাকা ইসলামী ব্যাংকের যেকোনো শাখা থেকে উত্তোলন করলেই গ্রাহক পাবেন একটি আকর্ষণীয় উপহার এবং প্রতিদিন একটি ডিপ ফ্রিজ জেতার সুযোগ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।