ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

রিজার্ভ চুরির অর্থ সমন্বয় অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
রিজার্ভ চুরির অর্থ সমন্বয় অনুমোদন

ঢাকা: বাংলাদেশ রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ সমন্বয় করে প্রস্তুত করা আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ।

জামালউদ্দিন বলেন,  রির্জাভ থেকে ওই অর্থ চুরির বিষয়টি স্বীকার করেই হিসাব করা হয়েছে। তবে এ অর্থ ফেরত আনা যাবে ধরে নিয়েই বার্ষিক প্রতিবেদন সমন্বয় করা হয়েছে। এজন্য ব্যলেন্স শিটে ‘প্লাস-মাইনাস’ করে হিসাব মেলানো হয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অনেক দিনের দাবির ফলে ৪টি ইনসেনটিভ অনুমোদন করেছে পর্ষদ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি হয়। এ ঘটনায় ১৫ মার্চ পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। চার দিন পর ২০ মার্চ যোগদান করেন নতুন গভর্নর ফজলে কবীর। সোমবারের সভায় তিনি সভাপতিত্ব করেন।

এসময় বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এসই/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।