ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ফালু ও তার স্ত্রী-কন্যার ব্যাংক হিসাব চায় গোয়েন্দা সংস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ফালু ও তার স্ত্রী-কন্যার ব্যাংক হিসাব চায় গোয়েন্দা সংস্থা

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু, তার স্ত্রী মাহবুবা সুলতানা ও কন্যা রোজা আলীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে গোয়েন্দা সংস্থা।

যে কারণে আগামী ৩১ আগস্টের মধ্যে ফালু পরিবারের ব্যাংক হিসাবের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।



গোয়েন্দা সংস্থার চাহিদার প্রেক্ষিতে দেশের সব ব্যাংককে চিঠি দেয় বিএফআইইউ জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এতে বলা হয়েছে ফালু, তার স্ত্রী ও কন্যার হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, হিসাব খোলা থেকে সর্বশেষ লেনদেন বিবরণী পাঠাতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাঠাতে ব্যর্থ হলে জরিমানা গুনতে হবে ব্যাংকগুলোকে।

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।