ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

ঢাকা: সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়।

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সমাজের উদ্যোগী ব্যক্তি, কমিউনিটি লিডার, ইমাম এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

রেজিস্ট্রারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাইদুর রহমান, মেয়র (ভারপ্রাপ্ত) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর ওসমান আলী মিয়া, গেস্ট অব অনার এক্সিম ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যাবস্থাপক আব্দুল্লাহ আল মারুফ রানা।

অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের ওপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কাজে উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান দেশের বাহিরে অবস্থান করায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত ট্রেজারার শাহরিয়ার কবীর।

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সমস্যা জঙ্গিবাদ। তাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে এ সমস্যা মোকাবেলা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।