ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সিটিব্যাংক-মালিন্দো এয়ার ই-কমার্স চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
সিটিব্যাংক-মালিন্দো এয়ার ই-কমার্স চুক্তি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি খাতের সিটি ব্যাংক লিমিটেডের সঙ্গে ই-কমার্স চুক্তি করেছে মালয়েশীয় উড়োজাহাজ সংস্থা মালিন্দো এয়ার।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি এ চুক্তি সম্পন্ন হয়। এ চুক্তির আওতায় মালিন্দো এয়ার সিটি ব্যাংকের ই-কমার্স ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে দেশীয় মুদ্রায় অনলাইন টিকিটের বিল গ্রহণ করতে পারবে।

চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও মলিন্দো এয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ ফ্যাং।

এ সময় উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী, মালিন্দো এয়ারের এরিয়া ম্যানেজার গুনাসে কর মারিয়াপ্পান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।