ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ব্যাংকিং

রিজার্ভ ব্যবস্থাপনা পুনর্গঠনের পরামর্শ বিশ্বব্যাংকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
রিজার্ভ ব্যবস্থাপনা পুনর্গঠনের পরামর্শ বিশ্বব্যাংকের

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়েছে ৮ কোটি ১০ লাখ ডলার। এরমধ্যে উদ্ধার হয়েছে মাত্র দেড় কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য যখন বেরিয়ে আসছে, এমন অবস্থায় রিজার্ভ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। প্রয়োজনে সরকার ও বাংলাদেশ ব্যাংককে একসঙ্গে বসে রিজার্ভ ব্যবস্থাপনা পুনর্গঠনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সোমবার (০৩ অক্টোবর) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী এস পারালকার, জনসংযোগ কর্মকর্তা মেহরীন-ই মাহবুব।

প্রতিবেদনের সার্বিক বিষয় তুলে ধরেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

সংস্থাটি জানায়, সরকার এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ মতামতে রিজার্ভ ব্যবস্থাপনা ঠিক করতে হবে। কারণ রিজার্ভ ব্যবস্থাপনা নিয়ে নানা নেতিবাচক আলোচনা হচ্ছে। মনে রাখতে হবে এটি তরল বিনিয়োগ। নিরাপত্তার ব্যাপারে আরও গুরুত্ব দিতে হবে।

‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, বৈদেশিক রিজার্ভ প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিদ্যমান রিজার্ভ থেকে ২০১৫ অর্থবছরে বেড়েছিল ২ দশমিক ৮ বিলিয়ন এবং ২০১৬ অর্থবছরে বেড়েছিল ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। এই ধারা অব্যাহত থাকলে আগামীতে বৈদেশিক রিজার্ভ বেড়ে হবে ৩১ বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি এর নিরাপত্তার বিষয়ে আরও মনোযোগী হওয়ার কথা বলেছে বিশ্বব্যাংক।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এমআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।