ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস’র সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সভার বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের দেশি-বিদেশি ডিরেক্টরসহ ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

ব্যাংকের তৃতীয় ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় সভায়। এছাড়া সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত দেওয়া হয়।

পাশাপাশি বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেওয়া হয় সভায়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।