ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ফাইন্যান্স এশিয়ার সেরা ব্যাংকের পুরস্কার পেল সিটি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ফাইন্যান্স এশিয়ার সেরা ব্যাংকের পুরস্কার পেল সিটি

ঢাকা: সিটি ব্যাংক ফাইন্যান্স এশিয়ার কাছ থেকে চতুর্থ বারের মতো বাংলাদেশের সেরা ব্যাংকের পুরস্কার লাভ করেছে।

ফাইন্যান্স এশিয়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধানতম অর্থনৈতিক জার্নাল।


 
সম্প্রতি হংকংয়ে ফাইন্যান্স এশিয়ার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈন উদ্দীনের হাতে এ পুরস্কার তুলে দেন ফাইন্যান্স এশিয়া কর্তৃপক্ষ।  

এসময় এশিয়ার শীর্ষ স্থানীয় ব্যাংকসমূহের ২শ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জার্নাল ফাইন্যান্স এশিয়া তার দুই দশক পূর্তি উদযাপন উপলক্ষে এশিয়া অঞ্চলের শীর্ষস্থানীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করে এ পুরস্কার দিয়েছে।  

বাংলাদেশের সিটি ব্যাংক গত দুই দশকে ব্যবসায়ের ও গ্রাহক সেবার ধারাবাহিকতা এবং উদ্ভাবনের জন্য পুরস্কৃত হয়েছে।
 
এরআগে ২০১২, ২০১৪ ও ২০১৫ সালেও ফাইন্যান্স এশিয়া সিটি ব্যাংককে বাংলাদেশের সেরা ব্যাংক পুরস্কার প্রদান করেছিল।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।