ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

এনবিএল’র এএমডি হিসেবে পদোন্নতি পেলেন ওয়াসিফ আলী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এনবিএল’র এএমডি হিসেবে পদোন্নতি পেলেন ওয়াসিফ আলী

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ওয়াসিফ আলী খান। এর আগে তিনি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

ওয়াসিফ আলী খান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স-এ সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লি. এ শিক্ষানবিশ অফিসার হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন তিনি।  

১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে এবং ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ওমানে ন্যাশনাল ব্যাংকের গাল্ফ ওফারসিজ এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।