ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

সিটি ব্যাংক ও প্যালেস লাক্সারি রিসোর্ট চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, অক্টোবর ২৭, ২০১৬
সিটি ব্যাংক ও প্যালেস লাক্সারি রিসোর্ট চুক্তি

ঢাকা: সিটি ব্যাংক ও প্যালেস লাক্সারি রিসোর্টের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।  

চুক্তির আওতায় প্যালেস লাক্সারি রিসোর্ট এখন থেকে সিটি ব্যাংকের ই-কমার্স ইন্টারনেট গেটওয়ে ব্যবহার করে সব আন্তর্জাতিক ও স্থানীয় আমেরিকান এক্সপ্রেস, ভিসা ও মাস্টারকার্ড ডেবিট এবং ক্রেডিট কার্ডের গ্রাহককে তাদের রিসোর্টে অনলাইন বুকিং ও পেমেন্ট সম্পন্ন করতে দেবে।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও প্যালেস লাক্সারি রিসোর্টের চিফ স্ট্রাটেজি অফিসার ইকবাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর ও হস্তান্তর করেন।  

এতে অন্যদের মধ্যে সিটি ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী, প্যালেস লাক্সারি রিসোর্টের চিফ ফিনান্সিয়াল অফিসার হাসনাত সদরুদ্দীন রুমিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।