ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

৫শ’তম বোর্ড সভার মাইলফলকে সিটি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
৫শ’তম বোর্ড সভার মাইলফলকে সিটি ব্যাংক

পরিচালনা পর্ষদের সভার মাইলফলকে পৌঁছেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক। সম্প্রতি ব্যাংকের গুলশান শাখার প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ৫০০তম অনুষ্ঠানের মাধ্যমে এই মাইলফলকে পৌঁছায় প্রতিষ্ঠানটি।

ঢাকা: পরিচালনা পর্ষদের সভার মাইলফলকে পৌঁছেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক।

সম্প্রতি ব্যাংকের গুলশান শাখার প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ৫০০তম অনুষ্ঠানের মাধ্যমে এই মাইলফলকে পৌঁছায় প্রতিষ্ঠানটি।

এ সময় কেক-কাটার পাশাপাশি ৩৪ বছরের সাফল্যের ছবি নিয়ে ফটো প্রদর্শনীর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব।

আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারপার্সন তাবাসসুম কায়সার, পরিচালক দীন মোহাম্মদ, আজিজ আল কায়সার, রুবেল আজিজ, হোসেন মেহমুদ, রাজিবুল হক চৌধুরী, রফিকুল ইসলাম খান, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ. মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক ব্যারিস্টার তানজিব-উল আলম ও ফারুক সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর. কে. হুসেইন।

সভায় ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকরা ও বিভিন্ন সময় যারা পরিচালক ছিলেন তাদের অবদানের কথা বিশেষভাবে তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসই/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।