ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

মার্কেন্টাইল ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
মার্কেন্টাইল ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্যাংকের প্রধান কার্যালয়ে নারী কর্মকর্তারা (ছবি: সংগৃহিত)

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাংকের নারী কর্মকর্তাদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

বুধবার (০৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে নারী দিবস পালনের সূচনা করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।

এ সময় প্রধান নির্বাহী কর্মক্ষেত্রে নারীদের অবদানকে তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

নারী কর্মকর্তারাসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, জি.ডব্লিউ.এম মোর্তজা ও আদিল রায়হান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসই/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।