ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকে সরকারের হস্তক্ষেপ করার এখনো কারণ নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ২১, ২০১৭
ইসলামী ব্যাংকে সরকারের হস্তক্ষেপ করার এখনো কারণ নেই সচিবালয়ে ডিসিসিআই ও ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কথা বলেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্বের মধ্যে চেয়ারম্যান আরাস্তু খানকে ‘কম্পিটেন্ট’ (উপযুক্ত) লোক হিসেবে অভিহিত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এখন পর্যন্ত এই ব্যাংকে সরকারের হস্তক্ষেপ করার মত কারণ নেই।

রোববার (২১ মে) বিকেলে সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা বলেন।  
 
ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ডের মধ্যে একটা যাচ্ছে-তাই অবস্থা— এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে প্রশ্ন কেড়ে নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘একেবারে মারামারি চলতেছে...!’
 
এর কারণ কী- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আই হ্যাভ নো আইডিয়া’ (আমার কোনো ধারণা নেই)।


 
সরকার কোনো ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করবে কিনা- এমন প্রশ্নে মুহিত বলেন, ‘না। গর্ভমেন্ট ইন্টারফেয়ার করার মত এখন পর্যন্ত কোনো কারণ নাই। ইট ইজ টিল আন্ডার দ্য জুরিসডিকশন অব দ্য বোর্ড, অ্যান্ড বোর্ডের মেজোরিটি মেম্বারস আর নট সাইডিং উইথ দ্য পার্টিকুলার জেন্টেলম্যান। (পরিস্থিতি এখনও বোর্ডের আওতায় রয়েছে এবং বোর্ডের বেশিরভাগ সদস্য কোনো একক ব্যক্তির পক্ষাবলম্বন করছেন না) এটা আমাদের নোটিশে নেওয়ার কিচ্ছু নাই। ’
 
‘আবার অন্য কারণও আছে, বোর্ডের চেয়ারম্যান আমার মতে একটা ভেরি কম্পিটেন্ট লোক। আমার অ্যাডিশনাল সেক্রেটারি ছিল এক সময়। হি ইজ ভেরি কম্পিটেন্ট (বেশ উপযুক্ত লোক)। আই হ্যাভ উইথ গ্রেট...সো দেয়ার ইজ নো রিজন...। (সুতরাং, এখনও কোনো কারণ নেই)
 
সম্প্রতি ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সম্মেলনে বাংলাদেশের ইসলামী ব্যাংক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা— এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘নো। দিস ইজ লেস ইন্টারেস্ট টু দ্য আইডিবি। (এটা আইডিবির কাছে গৌণ বিষয়) এটায় প্রাইভেট ইন্টারেস্ট আছে, আইডিবির একটা শেয়ার আছে, তারা উইথড্র (শেয়ার তুলে নেওয়া) করতেছে’
 
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের ইন্টারভেনশন (হস্তক্ষেপ) হবে, আইডিবি ইজ এ পার্টনার, রাইজেস সাম কোশ্চেন (কিছু প্রশ্ন তুললে)। এটা আমি আগেও করেছি, আইডিবি কোনো প্রশ্ন করলে সেটার জবাব আমি চাই...। ’
 
তিনি বলেন, আমার কাছে মনে হলো, ব্যাংকটা ওয়াজ টেকেন…। এখনও ঝগড়া-ঝাটি আছে। আমাদের পেট্রোনাইজড (পৃষ্ঠপোষকতায় আসা) করার মত অবস্থা আসে নাই। সো উই আর নট ইন্টারফেয়ারিং...।

** সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন অর্থমন্ত্রী!
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।