ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

আড়াই বছর পর মুনাফা করেছে বেসিক ব্যাংক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
আড়াই বছর পর মুনাফা করেছে বেসিক ব্যাংক

ঢাকা: আড়াই বছর লোকসানের পর চলতি বছরের জুন শেষে প্রায় ২০ কোটি টাকা পরিচালন মুনাফায় ফিরছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির পরিচালন লোকসান ছিলো ৪৬ কোটি টাকা।

বছরের প্রথম ছয়মাসের হিসাব শেষে শনিবার (০১ জুলাই) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইকবাল বাংলানিউজকে ব্যাংকের এ মুনাফার কথা জানান।

তিনি বলেন, চলতি বছরে ৩০ জুন শেষে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ১৯ কোটি ৮১ লাখ টাকা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর শেষে পরিচালন লোকসান ছিল ৪৬ কোটি টাকা। ২০১৫ সালে লোকসানের পরিমাণ ২৫৬ কোটি ৪২ লাখ টাকা। ২০১৪ সালে এই লোকসান ছিলো ৯৮ কোটি ৩০ লাখ টাকা।

খোন্দকার মোহাম্মদ ইকবাল বলেন, আপনারা দোয়া করবেন। আমরা চেষ্টা করছি ব্যাংকটিতে আগের সেই গৌরবোজ্জল অবস্থায় ফিরিয়ে নিতে।

প্রশাসনিক খরচ কমানো, নতুন ঋণ বিতরণ, খেলাপি ঋণ পুনঃতফসিলসহ নানা তৎপরতার মাধ্যমে ব্যাংকটি পরিচালন মুনাফা অর্জন করেছে বলেন ইকবাল।

পরিচালন মুনাফা অবশ্য নিট বা প্রকৃত মুনাফা নয়। এ থেকে সরকারের ট্যাক্স পরিশোধ, প্রভিশন রেখে অবশিষ্ট যেটা থাকবে সেটাই নিট মুনাফা।

এক সময় লাভজনক ব্যাংক হিসেবে পরিচিত বেসিক ব্যাংকে ২০০৯ সালে আবদুল হাই বাচ্চুকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকেই অবস্থা খারাপ হতে থাকে।

খেলাপি ঋণের কারণে মূলধন ঘাটতিতে পড়া বেসিক ব্যাংককে ঘাটতি পূরণে কয়েক দফায় ৩ হাজার ৩০০ কোটি টাকা দিয়েছে সরকার। ব্যাংকটি বর্তমানে এক হাজার ছয়শ' কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে।

পরিচালন মুনাফা বেড়েছে
বছরের ছয় মাস পার করলো ব্যাংকগুলো। এরই মধ্যে অর্ধবার্ষিক পরিচালন মুনাফার হিসাবও চূড়ান্ত করেছে অধিকাংশ ব্যাংক। ব্যাংকই ছয় মাসে ভালো মুনাফা করেছে। তবে এই মুনাফাই ব্যাংকের নিট মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) এবং করপোরেট কর পরিশোধের পর যে অংশটুকু থাকে সেটাই নিট মুনাফা।

জানা গেছে, বেসরকারি এবি ব্যাংক চলতি ২০১৭ সালের জুন পর্যন্ত ছয়মাসে পরিচালন মুনাফা করেছে ৩২০ কোটি টাকা। ২০১৬ সালের প্রথম ছয়মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিলো ২৫৫ কোটি টাকা। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গত ছয়মাসে পরিচালন মুনাফা করেছে ৩৬০ কোটি টাকা। গত বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিলো ৩৫০ কোটি টাকা।

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক গত ছয় মাসে পরিচালন মুনাফা করেছে ২৪৩ কোটি টাকা। গত বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিলো ১৯৭ কোটি টাকা। এছাড়া ইসলামী ব্যাংক এক হাজার ৫০ কোটি টাকা, ডাচ্-বাংলা ৩৫০ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৪০৮ কোটি টাকা, ব্যাংক এশিয়া ৩০৭ কোটি টাকা, রূপালী ব্যাংক ২৬০ কোটি টাকা, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক ২০৯ কোটি টাকা, যমুনা ব্যাংক ২০০ কোটি টাকা, মধুমতি ব্যাংক ৭৩ কোটি টাকা, মেঘনা ব্যাংক ৬৮ কোটি টাকা এবং সাউথ বাংলা ব্যাংক মুনাফা করেছে ৬৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এসই/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।