ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

সাতক্ষীরায় এসবিএসি ব্যাংকের স্কুল ব্যাংকিং সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
সাতক্ষীরায় এসবিএসি ব্যাংকের স্কুল ব্যাংকিং সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের আর্থিক সেবাভুক্তিমূলক কর্মসূচিকে ত্বরান্বিত করার লক্ষ্যে সাতক্ষীরায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৭ আয়োজন করে বেসরকারি খাতের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কনফারেন্সের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক  আবুল কাশেম মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার, এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট আবু বায়েজিদ সেখ।

এ সময় সাতক্ষীরা জেলায় অবস্থিত ২৪ ব্যাংকের শাখা ব্যবস্থাপক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
   
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।