সোমবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনের সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মোহা. রাজী হাসান স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশ এবং বাংলাদেশ থেকে বহির্গমনের সময় বহনযোগ্য বাংলাদেশি মুদ্রার পরিমাণ মাথাপিছু ৫ হাজার UvKv থেকে ১০ হাজার UvKvq উন্নীত করা হলো।
এর আগে ২০১৪ সালের ৩০ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি বাংলাদেশে প্রবেশ এবং বহির্গমনের সময় ৫ হাজার টাকা আনা ও নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসই/জেডএস ।