ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ব্যাংকিং

রাজশাহীতে বুধবার থেকে শুরু হচ্ছে আয়কর মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
রাজশাহীতে বুধবার থেকে শুরু হচ্ছে আয়কর মেলা

রাজশাহী: রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে বুধবার (০১ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় আয়কর মেলা। এরই মধ্যে মেলা আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। 

এই উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম জানান, গত বছর রাজশাহী অঞ্চলে কর আদায় হয়েছিলো ১১ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৫৭৫ টাকা।

রিটার্ন জমা পড়ে ৯ হাজার ২২০টি। নতুন টিআইএন নিয়েছিলেন এক হাজার ৪৪৫জন। আয়কর আদায় লক্ষ্যমাত্রা ছিলো ৫৪০ কোটি টাকা। সেবার আদায় হয় ৫৮১ কোটি টাকা। তবে এবার লক্ষ্যমাত্রা প্রায় ৪৪ শতাংশ বাড়িয়ে ৮৩২ কোটি ধরা হয়েছে।

এবারও রাজশাহীর আয়কর মেলায় ব্যাংকে অস্থায়ী বুথে আয়করের টাকা জমা/ই-পেমেন্ট, টিএনআই রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিল সুবিধা থাকছে।

মেলা আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলার শেষদিন সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।