ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

এসবিএসি ব্যাংকের ৬১তম শাখার উদ্বোধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
এসবিএসি ব্যাংকের ৬১তম শাখার উদ্বোধন  বরিশালের বানারীপাড়ায় এসবিএসি ব্যাংকের ৬১তম শাখা

ঢাকা: বরিশালের বানারীপাড়ায় বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৬১তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বানারীপাড়ার ২৬১, ‘শান্ত-শিষ্ট কমপেক্স’ এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন শাখাটির উদ্বোধন করেন।  

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

 

আমজাদ হোসেন বলেন, ব্যাংকিং একটি সেবামূলক ব্যবসা। গ্রাহকদের কাছে আমরা সেবা বিক্রি করি। সুতরাং সেবাই আমাদের শক্তি।  

তিনি আরও বলেন, আমাদের ব্যাংকে কোনো গোপন চার্জ নেই। গ্রাহকের অজ্ঞাতে কোনো অর্থ কর্তন করা হয় না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে প্রস্তুত।  

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গুলশান শাখার ব্যবস্থাপক মো. নূরুল আজিম, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।