ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক লাইলা বিলকিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক লাইলা বিলকিস লাইলা বিলকিস আরা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন মহাব্যবস্থাপক (জিএম) লাইলা বিলকিস আরা। তিনি কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।

রোববার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে লাইলা বিলকিসকে ইডি পদে পদোন্নতির কথা জানানো হয়।

চুয়াডাঙ্গা জেলার সন্তান লাইলা বিলকিস ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন।

এরপর তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা নাীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখায় দায়িত্ব পালন করেন।  

প্রাতিষ্ঠানিক প্রয়োজনে দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সিম্পোজিয়ামেও অংশগ্রহণ করেন লাইলা বিলকিস আরা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।