শনিবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের উত্তরাধিকারীর হাতে এ সম্মাননা তুলে দিবেন।
পুরস্কারপ্রাপ্তরা সম্মাননা হিসেবে একটি করে স্বর্ণপদক, বাংলাদেশ ব্যাংকের ক্রেস্ট এবং নগদ দুই লাখ টাকা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত একটি জুরি বোর্ড সম্প্রতি ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১৭’ দেওয়ার জন্য এবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর ইমেরিটাস ড. আজিজুর রহমান খান এবং ব্র্যাকের সাবেক নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেনকে যৌথভাবে মনোনীত করেছে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
টিএ