ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এজিএম অনুষ্ঠিত এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এজিএম

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১ম বিশেষ সাধারণ সভা ও পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুলাই) সকালে ব্যাংকের গুলশানের পরিচালনা পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ২০১৭ সালের জন্য ৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।  

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব তমাল এস এম পারভেজ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহিদ ইসলাম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব আবু বকর চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম মিয়া আরজু, রিস্ক  ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আদনান ইমাম এবং ব্যাংকের অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা।  

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব খন্দকার রাশেদ মাকসুদ,  ব্যাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক জনাব মোহাম্মদ খুরশিদ ওয়াহাব।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।