ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

‘বেসিকের মতো ফারমার্স ব্যাংকের টাকা মারার সুযোগ নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
‘বেসিকের মতো ফারমার্স ব্যাংকের টাকা মারার সুযোগ নেই’ সমাবেশে বক্তব্য রাখছেন ফারমার্স ব্যাংকের এমডি মো. এহসান খসরু। ছবি: অনিক খান

ময়মনসিংহ: বেসিক ব্যাংকের মতো ফারমার্স ব্যাংকের টাকা মেরে খাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. এহসান খসরু।

তিনি বলেন, ব্যাংক চোরদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। ব্যাংকের নষ্ট টাকা উদ্ধারে সরকার তৎপর রয়েছে।

ফলে কারাগারে বসেই ব্যাংক চোররা টাকা দেওয়ার অঙ্গীকার করছে।  

রোববার (২২ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফারমার্স ব্যাংকের শাখায় ব্যবসা উন্নয়ন ও গ্রাহক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ব্যাংকটির তারাকান্দা শাখার ম্যানেজার সেলিমা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল মোতালেব পাটোয়ারী।

সমাবেশে প্রায় দেড় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনের ফলে ব্যাংকটি পুনর্গঠনের পাশাপাশি রীতিমতো ঘুরে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন এমডি এহসান খসরু।

তিনি বলেন, ব্যাংকের পরিশোধিত মূলধন ৪শ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ৫শ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসার পাশাপাশি আমানতকারীদের আস্থাও ফিরে এসেছে।

সমাবেশে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোতালেব পাটোয়ারী বলেন, ব্যাংকের ঋণ নিয়ে যারা পালিয়ে গেছেন তাদের ধরিয়ে দিতে হবে। নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে আমরা অর্থ সঙ্কট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।