ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

পশুর হাটে বসবে ২২ জালনোট শনাক্তকারী বুথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
পশুর হাটে বসবে ২২ জালনোট শনাক্তকারী বুথ

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে জালনোট শনাক্তকারী বুথ স্থাপন করতে দেশে কার্যরত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি হাটে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি বসবে এসব বুথ। 

মঙ্গলবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।  

সার্কুলারে বলা হয়েছে, জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনামূল্যে নোট যাচাই করে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।