ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ব্যাংকিং

১৮ আগস্ট ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায় 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
১৮ আগস্ট ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায় 

ঢাকা: পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে আগামী শনিবার (১৮ আগস্ট) দেশে কার্যরত তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জারি করা এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।  

এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী শনিবার পূর্ণ দিবস খোলা রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।