ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম অ্যাওয়ার্ড পেলো প্রাইম ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম অ্যাওয়ার্ড পেলো প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদসহ অন্যরা।

ঢাকা: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত ‌‌চতুর্থ বার্ষিক ‘ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম অ্যাওয়ার্ড-২০১৮’ অনুষ্ঠানে এসএমই খাতে সেরা ট্রেড ট্রানজেকশনের জন্য পুরস্কৃত হয়েছে প্রাইম ব্যাংক।

সম্প্রতি সিঙ্গাপুরে প্রাইম ব্যাংককে এ পুরস্কার দেওয়া হয় আয়োজিত এক অনুষ্ঠানে বেসরকারি খাতের ব্যাংকটিকে এ পুরস্কার দেওয়া হয়।

প্রাইম ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্যাংকটির এমএসএমই বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়ব উপস্থিত ছিলেন।

বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।