ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ফারমার্স ব্যাংক এখন পদ্মা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
ফারমার্স ব্যাংক এখন পদ্মা

ঢাকা: বদলে গেলো বেসরকারি খাতে দি ফারমার্স ব্যাংকের নাম। পদ্মা ব্যাংক নামে নতুন নাম পেলো ব্যাংকটি।

এর মাধ্যমে তফসিলি ব্যাংকের তালিকায় পরিবর্তিত নামে যুক্ত হলো ফারমার্স ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক নীতিগত অনুমোদন দিয়েছে।

ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তনের বিষয়টি বুধবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক-প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) থেকে তফসিলি ব্যাংকসমূহের তালিকায়   ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।