বুধবার (৬ ফেব্রুয়ারি) খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত পরামর্শক সভায় দেশে কার্যরত ব্যাংকের প্রধান নির্বাহীরা এ দাবি জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক, কমিশনের সদস্যরা ও ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সভায় খেলাপি ঋণ কীভাবে কমানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে আরও বৈঠক করা হবে।
তিনি বলেন, খেলাপি ঋণ কমানোর প্রয়োজনে বিদ্যমান আইন সংস্কার ও যুগপোযোগী করা হবে। ব্যাংকাররা জানিয়েছেন, ব্যাংক কোম্পানি আইন, অর্থ ঋণ আদালত আইন ও দেউলিয়া আইনের সংস্কার দরকার। কারণ অনেকেই ব্যাংকের দায় পরিশোধ না করে আদালতে চলে যাচ্ছেন। সেখান থেকে স্থগিতাদেশ নিয়ে আসছেন।
সিরাজুল বলেন, কোনো পক্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি বিবেচনায় রাখা হচ্ছে। তবে ইচ্ছেকৃত খেলাপিদের ধরা হবে। ইচ্ছেকৃত খেলাপি কীভাবে শনাক্ত করা হবে জানতে চাইলে বলেন, ভালো ব্যবসা করছেন ঋণ পরিশোধ করছেন না। আবার বিলাসী জীবন যাপন করছেন তারাই ইচ্ছেকৃত খেলাপি।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এসই/আরআইএস/