ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

বাংলাদেশ ব্যাংকের তিন মহাব্যবস্থাপকের পদোন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২০, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
বাংলাদেশ ব্যাংকের তিন মহাব্যবস্থাপকের পদোন্নতি পদোন্নতি পাওয়া তিন মহাব্যবস্থাপক

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের তিনজন মহাব্যবস্থাপককে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী, মনোজ কুমার বিশ্বাস ও মনোজ কান্তি বৈরাগী।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে পদোন্নতির এ খবর জানানো হয়েছে।

এর আগে এই তিন মহাব্যবস্থাপকের পদোন্নতির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

এই তিন কর্মকর্তাই ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন। ক্যারিয়ারের অধিকাংশ সময় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়াও দেশের বিভিন্নস্থানে বাংলাদেশ ব্যাংকের অফিসে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।