ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

বিএবির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত নজরুল ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
বিএবির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত নজরুল ইসলাম

ঢাকা: বেসরকারি ব্যাংক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান হিসেবে পরবর্তী মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএবি কার্যালয়ে সংগঠনের ১৯৬তম নির্বাহী কমিটির সভায় উপস্থিত সব সদস্য স্বতস্ফূর্তভাবে নজরুল ইসলামকে এ পদে পুনর্নির্বাচিত করেন।  

এ নিয়ে টানা পঞ্চমবার বিএবির চেয়ারম্যান হলেন তিনি।

আগামী দুই বছর (২০১৯-২১) এ দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বিএবি’র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন সভায়।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।